29/05/2025

শফিকুল আলম শাহীন : শিক্ষা দান, কবিতা রচনা আর উদ্যোগী চেতনা এই তিন মিলে গড়ে উঠেছে এক অনন্য ব্যক্তিত্ব আব্দুস সালাম মন্ডল। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার সহকারী শিক্ষক।
প্রতিদিন শ্রেণিকক্ষে জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন শিক্ষার্থীদের মাঝে। কিন্তু শুধু শিক্ষকতায় নয়, তার আলো ছড়িয়ে পড়েছে সাহিত্য ও উদ্যোক্তা জীবনের ভিন্ন ভুবনেও।শিক্ষকতার পাশাপাশি কবিতার প্রতি রয়েছে তার গভীর অনুরাগ। ইতিমধ্যে তার প্রকাশিত কাব্যগ্রন্থ “মানুষ প্রয়োজন” পাঠকমহলে পেয়েছে প্রশংসা। কবিতায় মানবতার আহ্বান আর সমাজ ভাবনার ছোঁয়া রেখে তিনি সাহিত্য জগতে নিজের অবস্থান তৈরি করেছেন।
তবে এখানেই থেমে থাকেননি আব্দুস সালাম মন্ডল। শিক্ষক আর কবি পরিচয়ের পাশাপাশি নিজেকে গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবেও।
উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকায় নিজ বাড়ির ছাদে গড়ে তুলেছেন অনন্য এক খামার। সেখানে মুরগী, কবুতর ও ঘুঘু পাখির পাশাপাশি রয়েছে চৌবাচ্চায় মাছ চাষের ব্যবস্থা। ছাদের এক কোণে শাকসবজি ও দেশীয় ফল উৎপাদনের মাধ্যমে তিনি তৈরি করেছেন এক স্বনির্ভর আঙিনা।
শুধু পরিবারের চাহিদা পূরণেই নয়, বরং বাণিজ্যিকভাবেও লাভবান হচ্ছেন তিনি। তার এই উদ্যোগ স্থানীয়দের কাছে অনুকরণীয় এক দৃষ্টান্তে পরিণত হয়েছে।
নিজের ভাবনা জানাতে গিয়ে আব্দুস সালাম মন্ডল বলেন,“আমার শিক্ষার্থীরা যেন শুধু চাকরির পিছনে না ছোটে। তারা চাইলে উদ্যোক্তা হয়ে নিজেদের স্বাবলম্বী করতে পারে। উদ্যোক্তা হওয়ার জন্য দুটি কর্মঠ হাত আর প্রবল আত্মবিশ্বাসই যথেষ্ট।”
শিক্ষক থেকে কবি, আর কবি থেকে উদ্যোক্তা আব্দুস সালাম মন্ডলের এই যাত্রা কেবল তার পরিবার নয়, পুরো সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ। তিনি দেখিয়েছেন, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে একজন মানুষ একই সঙ্গে শিক্ষক, সাহিত্যিক ও উদ্যোক্তা হয়ে সমাজে আলোকবর্তিকা হয়ে উঠতে পারেন।
Web DeveloperGraphic Designer
A Passionate WordPress Web Developer 🖥️ & Graphic Designer having 5 years of experience across 8+ countries worldwide.
Be the first to read our articles.
Let’s transform your vision into a stunning reality. Reach out today and start the journey to a remarkable brand presence.